সবাইকে বাসি হাম্বা মোবারক |

in BDCommunity10 months ago

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন ,আমিও ভাল আছি আল্লাহর অশেষ রহমতে | দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে আবারো ফিরে এসেছি | আশা করব আপনাদের সবার ঈদ অনেক আনন্দের মাঝে কেটেছে | ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমাদের মুসলমানদের বছরে এই দুইটা খুশির দিন | একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল আযহা | আমি যেমন বলি রোজার ঈদ আর কোরবানির ঈদ এটা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ বোধ করি | আমার কাছে ছোটবেলার ঈদগুলো বেশি ভালো লাগতো | ছোটবেলায় যেই মজাটা এখন কেন জানি আর ঈদের সময় ওই ফিলটা কাজ করে না হয়তোবা অনেক বেশি দায়িত্ব তাই |

image.png

ছোটবেলাটা আমার গ্রামে কেটেছে তাই আমাদের গ্রামে ঈদের সময় মেলা হইত আর চাঁদ রাতে আমার কখনো ঘুম হতো না অপেক্ষায় থাকতাম কখন সকাল হবে কখন বান্ধবীদেরকে দেখাবো আমার হাতে সবথেকে বেশি সুন্দর রং এসেছে মেহেদির |সবাই মিলে হইহুল্লোর করতাম পুকুর ঘাটে সবাই মিলে একসঙ্গে সাবান দিয়ে গোসল করতাম তারপর নতুন জামা পড়তাম | আমার বড় বোন ছিল তার কাছে যাইতাম সাজুগুজু করার জন্য আপু বরাবরই খুব ফানিভাবে সাজিয়ে দিত এখন বড় হয়ে যাওয়ার পরে আমরা এগুলো নিয়ে খুব বলাবলি করি হাসাহাসি করি তখন বুঝতাম না যে আসলে তখন আমাদেরকে দেখতে খুব ফানি লাগতো |আসলে তখন সাজুগুজুটা এত বেশি বুঝতাম না যেমন সাজিয়ে দিত তেমনেই মনের আনন্দে ওভাবেই সবাইকে সালাম করে সালামি নিয়ে মেলায় যেতাম | ঈদের মেলায় গিয়ে দেখা হতো বান্ধবীদের সাথে অনেক আত্মীয়-স্বজনের সাথে সেখানে গিয়েও সালামি পেতাম |

image.png

গ্রামের মেলায় পাওয়া যায় হরেক রকমের জিনিস যেমন পাপড় ভাজা, বাদাম, ছোলা বুট মাখা, বরফের গোলা, মাটির খেলনা মাটির ব্যাঙ কিনতাম আমি অনেক |মাটির খেলনা নিয়ে বাসায় আসলে আমার আম্মু আমাকে অনেক বোক্ত সেই দিনগুলো আমি অনেক মিস করি কারন আমি চাইলেই এই দিনগুলো কখনো ফিরে পাবো না | ছোটবেলার ঈদ গুলোকে কেন্দ্র করে অনেক স্মৃতি জড়িয়ে আছে | সেই স্মৃতিগুলো সব সময় চোখের সামনে ভাসে ঈদ আসলে কিন্তু কাউকে কিছু বলতে পারিনা কারণ ছেলেবেলার কথা কাউকে কখনো বলে বোঝানোর মত না | হায়রে ছোটবেলা কোথায় হারিয়ে গেল আপনাদের ছোটবেলার ঈদ কার কেমন কেটেছে অবশ্য আমাকে জানাবেন | আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য আবারও নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে প্রতিদিনের মতন | আজ আসি আবার দেখা হবে অন্য কোন কনটেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন |

Sort:  

Congratulations @nimni! You received a personal badge!

Happy Hive Birthday! You are on the Hive blockchain for 2 years!

You can view your badges on your board and compare yourself to others in the Ranking