শাপলা ফুলের বিল ..দেখতে গিয়ে আমি খুবই হতাশ |

in BDCommunity6 days ago

image.png

আসসালামু আলাইকুম ,কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আপনাদের মাঝে আবারো আমি ফিরে এসেছি | শাপলা বিলে ঘুরতে গিয়ে দেখি বিল ভর্তি পানি| কোথাও কোন শাপলা নেই| বৃষ্টিতে শাপলা বিলটা ভরে গেছে পানি দিয়ে| দেখলাম নদীর পানি বিলের পানি এক হয়ে গেছে| বন্যার পানি এসে চারিদিক ডুবে গেছে| আসলে মানুষের অনেক দুর্ভোগ| আমরা শহরে থাকি তাই গ্রামের পরিবেশটা ভালো লাগে| শহরে চার দেয়ালের মাঝে বন্দী থেকে সময়টা ভালো কাটছিল না| তাই সবাই মিলে শাপলা মিলে গিয়েছিলাম পিকনিক করার জন্য|

image.png

শাপলা বিলে গিয়ে নতুন একটা অভিজ্ঞতা হলো আমাদের | বিল ভর্তি পানি দেখলাম ছিপ পেতে বরশি দিয়ে অনেকে মাছ ধরছে দেখলাম| কিন্তু আমরা যে শাপলা দেখতে গিয়েছিলাম কোথাও শাপলা দেখতে পারছিলাম না| এটার কয়েকটি কারণ বলা যেতে পারে| যেমন.. আমরা অনেকেই শাপলা পছন্দ করি শাপলা খায়| কেউ তরকারিতে রান্না করে খাই| আবার কেউ ভাজ করে খায়| আবার শাপলা ফুলের যে সাদা অংশটা আছে সেটা আবার অনেকে আমি ভর্তা করে খেতে দেখেছি| শুনেছি মানুষের মুখে শাপলা ফুলের ভাজি ডিম দিয়ে নাকি অনেক মজা হয়|

image.png

এ কথাগুলো শুনে আমি আসলেই অবাক আপনারাও হয়তো আমার কথা শুনে অবাক হচ্ছেন কিনা আমার জানা নেই| শাপলা ফুল হচ্ছে আমাদের জাতীয় ফুল| এই ফুলটাকে জাতীয় ফুল বানানো হয়েছে ভালো কথা| এই ফুলটার আলাদা একটা মর্যাদা দেয়া উচিত| আমরা কি করছি শাপলাটাকে বিল থেকে তুলে এনে বাজারে বিক্রি করছি| শাপলা জাতীয় ফুল হলেও শাপলা খেতে সবাই পছন্দ করে কিনা আমি জানিনা| আমার যেমন একদমই ভালো লাগে না খেতে|কয়েকটা মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম শাপলা ফুলগুলো গেল কই| বলল শহরের থেকে যারা আসে তারা নাকি ছেড়ে নিয়ে যায়| আবার কয়েকজন বলল নৌকা নিয়ে এসে ছিড়ে নিয়ে বাজারে বিক্রি করে| আসলে কার কথা বিশ্বাস করব| শাপলা ফুল দেখতে আমার খুব ভালো লাগে| ছোটবেলায় শাপলা ফুল দিয়ে মালা কাঁদতাম | শাপলা ফুলের মালা আবার গলায় পড়তাম| শৈশব সে যেন একটা চোখের সামনে ভেসে ওঠা স্বপ্নের মত|

image.png

শাপলা ফুলের সৌন্দর্য দেখতে গিয়ে দেখা হলো না শাপলার মাঝে বসে ছবি তোলা হলো না| কারণ শাপলা ফুল ছিড়ে মানুষ নিয়ে গিয়েছে আবার ওই যে বললাম অনেকে ব্যবসা শুরু করেছে শাপলা ফুলের ব্যবসা বাজারে বেশ দামে বিক্রি হচ্ছে | আমরা হতাশ হয়ে খাওয়া দাওয়া করেছি রান্নাবান্না করে | তারপর আবার শহরের উদ্দেশ্যে রওনা হয়ে চলে এসেছি| শাপলা ফুলের বিলে যাওয়ার একটা সময় আছে সেটা হলো বর্ষাকাল| বর্ষাকাল ছাড়া এটা উপভোগ করা যায় না| তারপরও লাভ হলো না ফুল দেখতে পেলাম না| বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে নাই| আমরা যদি কোথাও বেড়ানোর উদ্দেশ্যে গিয়ে থাকে অবশ্যই সেখানকার সৌন্দর্য নষ্ট না করা আমাদের সবার উচিত| পরিবেশ যাতে নষ্ট না হয় এরকম কোন কাজ আমাদের করা উচিত না| আমার পোস্টটা যদি আপনারা পড়ে থাকেন অবশ্যই শাপলা বলে যদি কেউ গিয়ে থাকেন দয়া করে দুই একটা শাপলা ফুল খেললেও কেউ পরিবেশ নষ্ট করবেন না| কারণ অনেক দূর থেকে আমরা গিয়ে যেমন ফুল দেখতে পাইনি ব্যাপারটা খারাপ লেগেছে|