পাকা আমের জুস রেসিপি || Mango Juice Recipe || [BG/EG] ||

in BDCommunitylast month

1000061868.jpg

আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকতে পাকা আমের জুস রেসিপি। এই পাকা আমের জুস তৈরি করতে খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা। বিশেষ করে আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই পাকা আমের জুস। তাই আমি সব সময় তাদেরকে নিজেই এই পাকা আমের জুস তৈরি করে খেতে দেই। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক ইনশাল্লাহ ভালো লাগবে.....

Assalamu Alaikum, I hope everyone is doing very well. I am also doing well, Alhamdulillah. I am back with a new recipe for you. My recipe for today is Ripe Mango Juice Recipe. This ripe mango juice is very easy to make but very fun to eat. My children especially like this ripe mango juice. So I always make this ripe mango juice myself and give it to them to eat. I hope you will like this simple recipe of mine.

So let's start the recipe without further ado, Inshallah you will like it.....

1000061855.jpg

এখানে আমি খুব ভালো করে পাকা একটা আম কেটে নিয়েছি আমের আকারটা মোটামুটি বড় ছিল। আমটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছুলে পিস পিস করে কেটে নিয়েছি।

Here I have cut a very ripe mango, the size of the mango was quite large. I first washed the mango well, then peeled it and cut it into pieces.

পাকা মে জুস তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে সেগুলো হচ্ছে....

The ingredients we need to make ripe mayo juice are...

উপকরণ -

১.পাকা আম,
২.চিনি,
৩.লবণ,
৪.ঠান্ডা পানি।

Ingredients -

  1. Ripe mango,
  2. Sugar,
  3. Salt,
  4. Cold water.

1000061859.jpg

এখন আমি একটা ব্লেন্ডার জারের মাঝে যে আমগুলো কেটে রেখে ছিলাম,চিনি,লবণ,ঠান্ডা পানি সবকিছু একবারে দিয়ে ব্লেন্ড করে নিব দুই মিনিটের মত। তবে অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না পানির পরিমাণটা কম দিতে হবে যাতে জুসটা ঘন হয়। পাকা আমের জুস কিন্তু ঘন খেতে বেশি মজা। এক পর্যায়ে আমার ব্লেড করে নেওয়া হয়ে গেছে।

Now I will put the mangoes that I had cut in a blender jar, sugar, salt, cold water all at once and blend them for about two minutes. However, do not add too much water, the amount of water should be less so that the juice becomes thick. Ripe mango juice is more enjoyable to eat, but it is thicker. At one point, I have finished blending it.

1000061862.jpg

ঘনত্বটা খুবই সুন্দর হয়েছে। তবে আপনারা চাইলে এখানে আরো পানি মিশিয়ে পাতলা করেও খেতে পারেন। এতে করে আরো বেশি লোকদের পরিবেশন করা যাবে। তবে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। আমার বাচ্চারা জুস ঘন খেতে পছন্দ করে যার কারণে আমি এরকম ঘনত্ব রেখেছি।

The consistency is very nice. However, if you want, you can dilute it by adding more water. This will serve more people. However, you will have to increase the amount of sugar a little. My kids like thick juice, which is why I kept it this thick.

1000061869.jpg

পাকা আমের জুস আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভীষণ মজার হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা আমার এই রেসিপিটি এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম।

I have prepared ripe mango juice. Alhamdulillah, it was very, very fun to eat. I hope you liked this simple recipe of mine. Thank you very much to those of you who have seen this recipe of mine so far.

I am leaving today with the hope that you all stay well and healthy. Assalamu Alaikum.

Sort:  

Congratulations @bornali! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You received more than 100 HP as payout for your posts, comments and curation.
Your next payout target is 250 HP.
The unit is Hive Power equivalent because post and comment rewards can be split into HP and HBD
You received more than 1000 upvotes.
Your next target is to reach 1250 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

Our Hive Power Delegations to the June PUM Winners
Feedback from the July Hive Power Up Day
Hive Power Up Month Challenge - June 2025 Winners List